সারেগামাপা ২০২৪এ নজর কেড়েছেন দুই খুদে প্রতিযোগী, অতনু আর অনীক। এই দুই খুদের মধ্যে দেয়াশিনীর সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে অতনু মিশ্র। আর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে কোলাঘাটের ছোট্ট শিল্পী অনীক জানা। তবে বছর ৭-এর অনীকও কিন্তু কিছু কম জনপ্রিয় নন। তবে শো ও প্রতিযোগিতার বাইরেও জমে উঠেছিল অতনু-অনীকের বন্ধুত্ব। সম্প্রতি কোলাঘাটে আয়োজিত বসন্ত উৎসবে একসঙ্গে দেখা মিলেছিল এই দুই খুদের। সারেগামাপা-পর আরও একবার তাঁদের একসঙ্গে দেখে খুশি হয়ে যান উপস্থিত দর্শকরা। সেখানে তাঁদের দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্যও ভিড় করেন অনেকে। অনুষ্ঠানের ফাঁকে জমে উঠেছিল দুই বন্ধুর আড্ডা।