বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভারতের স্বাধীনতার পর প্রথমবার ভোট দিলেন ছত্তিশগড়ের এই গ্রামের মানুষ! এতদিন ভোট হয়নি কেন?
Updated: 24 Feb 2025, 04:38 PM IST
Laxmishree Banerjee
ভারত স্বাধীন হওয়ার ৭৫ বছর পর এই প্রথমবার ভোট দিলেন ছত্তিশগড়ের সুকমা জেলার কেরলাপেন্ডা গ্রামের বাসিন্দারা। কঠোর নিরাপত্তার মাঝে দাঁড়িয়েই লাইন দিয়ে ভোট দিতে দেখা গিয়েছে তাঁদের। রবিবার ছত্তিশগড় পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় পর্যায়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কেরলাপেন্ডা গ্রাম মাওবাদী অধ্যুষিত। সেই কারণেই নকশাল-পীড়িত এই গ্রামের মানুষের তাই আগে কখনও ভোট দেওয়া হয়নি। যদিও ২০২৫ সালের ছত্তিশগড় পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম অর্জন নয়। কেরলাপেন্ডার পাশাপাশি মাওবাদী-প্রভাবিত বিজাপুর জেলার মানুষও ভোটদানে অংশ নেন। জানা গিয়েছে, কঠিন পথ পেরিয়ে ভোটাররা প্রায় ৭০ কিলোমিয়র পথ পাড়ি দিয়ে ভোট দিয়ে গিয়েছেন।