Updated: 26 Jan 2021, 10:22 PM IST
HT Bangla Correspondent
গতবছর ফ্রান্স থেকে ভারতে এসেছে রাফাল জেট। ভারতীয় বিমান বাহিনীর তূণে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন এটি। স্বভাবতই এবছরের প্রজাতন্ত্র দিবসে ফ্লাই পাস্ট করল রাফাল আকাশে ভার্টিকাল চার্লি ফর্মেশন তৈরি করল তারা।
প্রথমে দুটি জাগুয়ার ডিপ পেনিট্রেশন স্ট্রাইক এয়ারক্রাফট ও দুটি মিগ-২৯ বিমানের সঙ্গে একটি রাফাল একলব্য ফর্মেশন তৈরি করেছিল ৩০০ মিটার উচ্চতায় ঘণ্টায় ৭৮০ কিলোমিটার বেগে। প্যারেড শেষ হয়ে একটি রাফাল জেট ঘণ্টায় ৯০০ কিলোমিটার বেগে ভার্টিকাল চার্লি করার মধ্যে দিয়ে। ককপিটে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন, শৌর্য চক্র বিজয়ী হরকিরৎ সিং, যিনি ১৭ স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার। একই সঙ্গে ছিলেন স্কোয়াড্রন লিডার কিশলয়কান্ত।