Updated: 24 Feb 2021, 11:08 PM IST
HT Bangla Correspondent
বাজেটে বেসরকারিকরণের যে লক্ষ্যমাত্রা রেখেছে সরকার, সেটা পূর্ণ করতে যে কেন্দ্র বদ্ধপরিকর সেটা সাফ করে দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে সরকারের ব্যবসায় থাকাই উচিত নয়। এরপর তিনি বলেন যেসব রাষ্ট্রায়ত্ত সংস্থা লোকসান করছে, সেগুলিকে করদাতাদের টাকায় পুষে রাখার অর্থ হয় না। সেই টাকা দিয়ে জনকল্যাণের কাজ করা যায় বলে জানান মোদী।
প্রধানমন্ত্রী বলেন যে সরকারের দায়িত্ব ব্যবসা বাণিজ্যকে সাহায্য করার। কিন্তু নিজেদের ব্যবসা চালাতে হবে, এটা অত্যাবশ্যক নয়। মডার্নাইজ ও মনিটাইজ সরকারের লক্ষ্য বলে জানান তিনি। অর্থাৎ আধুনিকীকরণ ও অর্থলাভ করাই সরকারের লক্ষ্য়।