Updated: 17 Jul 2020, 11:30 PM IST
HT Bangla Correspondent
হরিয়ানার মানেসরে হোটেেলের সামনে দাড়িয়ে আছে রাজস্থানের Special Operations Group (SOG)-এর সদস্যরা। সেই পুলিশদের আটকাচ্ছে হরিয়ানা পুলিশ। কিছুক্ষণ বাদে অবশ্য রাজস্থান পুলিশকে অনুমতি দেওয়া হয় হোটেলে ঢুকে বিদ্রোহী বিধায়ক ভানওয়ার লাল শর্মার সঙ্গে কথা বলার। তবে বিধায়ক হোটেলে না থাকায় ফিরে যায় রাজস্থান পুলিশ।
রাজস্থান সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা নিয়ে দুটি টেপ প্রকাশ্যে এসেছে। এতেই নাম জড়িয়েছে বিদ্রোহী বিধায়ক ভানওয়ার লাল শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের। বিজেপি বলেছে এই টেপ ভুয়ো। যেকোনও তদন্তের জন্য রাজি বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
সকাল বেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে বিজেপির সঙ্গে টাকার লেনদেন হয়েছে বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের। প্রমাণস্বরূপ টেপ প্রকাশ করেন তারা। এরপর তার তদন্ত করতে মানেসরে যায় রাজস্থান পুলিশ। প্রাথমিক ভাবে তাদের আটকানোও বিজেপি ও কংগ্রেস বিদ্রোহীদের মধ্যে যোগসাজশের প্রমাণ, বলে দাবি করেন কংগ্রেস নেতারা।