Video: কার্নিভালে মমতা বাজালেন ঢাক, মাতলেন নাচের তালে! আসর জমজমাট
রেডরোডে পুজোর কার্নিভাল ঘিরে কার্যত সাজো সাজো রব ছিল সকাল থেকেই। বিকেল গড়াতেই আলোকোজ্জ্বল রাস্তায় শহরের বহু পুজোর কমিটি অংশ নেয় কার্নিভালে। ততক্ষণে মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। তবে বহুবারই মুখ্যমন্ত্রীকে দেখা যায় নিজের চেয়ার ছেড়ে উঠে আসতে। কখনও তিনি সকলের সঙ্গে মিলে ছবির জন্য পোজ দেন, আবার কখনও হাসি ঠাট্টাতেও মেতে ওঠেন। এফডি ব্লক সর্বজনীনের পুজোর কার্নিভালের এই অনুষ্ঠানে মমতার সঙ্গে ফ্রেমে ধরা দেন অনেকেই। এরপর রামমোহন সম্মিলনীর পদযাত্রা থমকে যায়। ততক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চ থেকে নেমে যান। কথা বলেন শিল্পীদের সঙ্গে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, ঢাক কাঁধে নিয়ে ঢাক বাজাতে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, নাচের তালে পা মেলাতে। লোকনৃত্যের তালে তিনি পা মেলান শিল্পীদের সঙ্গে। মমতার সঙ্গে ততক্ষণে ছিলেন টলিউডের বহু জনপ্রিয় তারকারা।