রাতের অন্ধকারে আগুন নিয়ে অসামান্য লোকনৃত্য! তুলুদের এই উৎসব দেখেছেন কি?
দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে নানান ধরনের লোকসংস্কৃতি। তেমনই এক লোকসংস্কৃতির অংশ কর্ণাটকের তুলু সম্প্রদায়ের 'কোলা' উৎসব। দক্ষিণ কানাড়ার বারকাজে এলাকায় রয়েছে এই সম্প্রদায়ের আরাধ্য শ্রী দুর্গাপরমেশ্বরী মন্দির। সেই মন্দির চত্বরেই আয়োজিত হল এই তাক লাগানো লোকনৃত্য। 'নব গুলিগা' দেবীর আরাধনায় প্রতি বছর আয়োজিত হয় এই বিশেষ উৎসব।