Assam Flood Video: ভাসছে গ্রামের পর গ্রাম, টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম! উত্তর-পূর্বে বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতি Updated: 02 Jul 2024, 11:00 PM IST Sayani Rana টানা বৃষ্টিতে প্রবল ভাবে বিপর্যস্ত অসম।উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেকের, ক্ষতিগ্রস্তও হয়েছেন বড় সংখ্যক মানুষ। প্রচন্ড বৃষ্টির কারণে বিপদসীমা ছুঁয়েছে ব্রহ্মপুত্র, বুড়িডিহিং, সুবনসিরি, ধানসিড়ি, জিয়া ভরালি, পুথিমারি, বেকি, গুরুং, সঙ্কোশ-সহ বিভিন্ন নদী।ব্রহ্মপুত্রে বন্যার কারণে কাজিরাঙা জাতীয় উদ্যানেও ঢুকছে জল। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।