Updated: 24 Jan 2022, 04:12 PM IST
লেখক Sritama Mitra
গোটা ছাদ যেন নানান রঙের মেলায় সেজে রয়েছে। একদিকে ক... more
গোটা ছাদ যেন নানান রঙের মেলায় সেজে রয়েছে। একদিকে কমলালেবুর গাছ তো অন্যদিকে পেয়ারা, আবার একদিকে চন্দ্রমল্লিকা তো অন্যদিকে পাতা-বাহার কাড়ছে নজর। আর এই সবই একটি ছাদের মধ্যে! মালদার মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা এলাকার কাশিমবাজারের সেন্টু খানের ছাদ-বাগান যেন কোনও পার্কের থেকে কম নয়। ইতিমধ্যেই এই বাগানের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে শুরু করেছেন সেন্টু খান। তাঁর আশা হর্টিকালচার দফতর থেকে যদি কোনও সাহায্য পাওয়া যায়, তাহলে তিনি এই বাগনকে কেন্দ্র করে বাণিজ্যিক দিক থেকেও এগিয়ে যেতে পারবেন।