Updated: 05 Jul 2024, 08:08 PM IST
Sayani Rana
'ডান্স বাংলা ডান্স'-এর হাত ধরে বিনোদন জগতে পা রাখেন মেঘা। মঞ্চে সবার মন জয় করে তিনি হয়ে ওঠেন ভালোবাসার 'পিলু'। প্রথম কাজেই মুখ্য চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। পরের কাজে অবশ্য হয়েছে স্বাদ বদল।স্টার জলসার 'কথা' ধারাবাহিকে অভিনেত্রীকে প্রধান খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে। 'তুফান'-এর প্রিমিয়ারে এসে হাজির হয়েছিলেন তিনিও। জানালেন পর্দার ম্যান্ডি বা মান্ডবীর সঙ্গে তাঁর কোথায় মিল।পাশাপাশি, নিজের মনের মানুষকে নিয়েও মুখ খুললেন অভিনেত্রী। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।