লোকালয়ে তাণ্ডব চালানো বুনো গণ্ডারকে বাগে আনতে ময়দানে 'গজরাজ'! একঝলকে মাজুলির দৃশ্য
গত বেশ কয়েকদিন ধরেই অসমের মাজুলিতে তাণ্ডব চালাতে শুরু করে এক বুনো গণ্ডার। গণ্ডারে তাণ্ডবে আতঙ্কে পড়ে যায় এলাকা। এদিকে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না ওই গণ্ডারকে। তখনই ডাক পড়ে লক্ষ্মীপ্রসাদ ও হরিপ্রসাদের। এই লক্ষ্মীপ্রসাদ ও হরিপ্রসাদ আসলে কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টের দুই হাতি। অসমের এই ন্যাশনাল ফরেস্টের দুই হাতি ময়দানে নামে গণ্ডারকে বাগে আনতে। শুরু হয় অভিযান।