WB Panchayat election Latest News: 'রাতেই ভোট, কাদায় ছড়িয়ে ব্যালট'! পঞ্চায়েত নির্বাচনে 'লুঠতরাজ', ভিডিয়ো দিল BJP Updated: 08 Jul 2023, 12:29 PM IST লেখক Ayan Das পঞ্চায়েত নির্বাচনের সকাল-সকাল ব্যালট লুঠের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। ভিডিয়ো টুইট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ব্যালট লুঠ করেছে তৃণমূল কংগ্রেস। তবে পৃথকভাবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তন টাইমস বাংলা। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -