'বেবি কেজরিওয়াল' থেকে দেড় বছরের শিশুর 'যোগী সাজ', ভোট উৎসব জমজমাট!
ফের একবার দেখা মিলল 'বেবি কেজরিওয়াল' হিসাবে খ্যাত এই শিশুর। পঞ্জাবে আপ-এর জয় নিশ্চিত হতেই দিল্লিতে এই ছোট্ট অতিথি পা রাখে আপ অফিসে। তাকে ঘিরেও চলে উৎসবের আবহ। এর আগে মাফলার জড়িয়ে, ছোট্ট গোঁফ লাগিয়ে 'বেবি কেজরিওয়াল' হিসাবে আত্নপ্রকাশ করে এই শিশু। এবার মাথায় পাগড়ি পরে সে যেন জানান দিচ্ছে পঞ্জাবে আপের জয়ের হিসাব। এদিকে, উত্তরপ্রদেশে এক দেড় বছরের শিশু নব্যা কেড়েছে নজর। সে সেখানে যোগী আদিত্যনাথের অনুকরণে সাজে। আর হাতে ছিল একটি খেলনার 'বুলডোজার'।