'ক্ষমতায় এলে পুলিশকে দিয়ে এনকাউন্টার...' মন্তব্য বিজেপি বিধায়কের, মুখ খুললেন শুভেন্দু-ফিরহাদ Updated: 20 Jan 2022, 05:57 PM IST লেখক Sritama Mitra দলীয় কর্মীদের পথ অবরোধ কর্মসূচিতে শামিল হয়ে তৃণমূ... moreদলীয় কর্মীদের পথ অবরোধ কর্মসূচিতে শামিল হয়ে তৃণমূল নেতৃত্বকে উদ্দেশ্য করে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বনগাঁর চাঁদপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে স্বপন মজুমদার বলেন, 'যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী, আগামী দিনে এই পুলিশ দিয়েই এনকাউন্টার করাব আমরা।' বিজেপি বিধায়কের এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক দানা বেঁধেছে। এর আগে, কল্যাণীতে বৈঠক চলাকালীন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তার প্রতিবাদে পরদিন রাস্তা অবরোধ কর্মসূচিতে নামেন স্থানীয় বিজেপি কর্মীরা। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম।