বাংলা নিউজ >
দেখতেই হবে >
'UP মে কাবা? UP মে বাবা', উত্তরপ্রদেশে যোগী এগিয়ে যেতেই স্লোগানে মাতোয়ারা সমর্থকরা
Updated: 10 Mar 2022, 07:37 PM IST
লেখক Sritama Mitra
ভোট উৎসবে মাতোয়ারা দেশের ৫ রাজ্য। এদিকে আজ ভোটের ক... more
ভোট উৎসবে মাতোয়ারা দেশের ৫ রাজ্য। এদিকে আজ ভোটের কয়েক রাউন্ডের গণনার পরই আসতে শুরু করে ট্রেন্ড। উত্তরপ্রদেশের গোরক্ষপুর কেন্দ্র থেকে যোগী আদিত্যনাথ এগিয়ে যেতেই বিজেপি উচ্ছ্বাসে ফেটে পড়ে। 'ইউপি মে কাবা? ইউপি মে বাবা' স্লোগান শোনা যায় লখনউয়ের বিজেপি অফিসে। গেরুয়া আবিরে উৎসবের চেহারা নেয় বিজেপির পার্টি অফিস।