Kolkata Metro Unlocked : করোনা আবহে মেট্রোযাত্রা কেমন হবে দেখে নিন
১৪ সেপ্টেম্বর, সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে কলকাতা মেট্রো। তার আগে আজ, রবিবার চলবে NEET পরীক্ষার্থীদের জন্য। করোনা আবহে কেমন হবে New Normal মেট্রোযাত্রা? রয়েছে একাধিক নির্দেশিকা। দেখে নিন HT Bangla-র এই ভিডিও-তে। জেনে রাখা ভাল, সোমবার থেকে শনিবার মেট্রো চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে সন্ধে ৭টায়। যাত্রীদের সুবিধার্থে প্রতি স্টেশনে দাঁড়াবে ৩০ সেকেন্ড। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।