বাংলা নিউজ > দেখতেই হবে > 'অপারশক্তি'র নামে সেদিন হেসেছিলেন পলাশ সেন, ভাইরাল আয়ুষ্মানের পুরনো ভিডিয়ো
'অপারশক্তি'র নামে সেদিন হেসেছিলেন পলাশ সেন, ভাইরাল আয়ুষ্মানের পুরনো ভিডিয়ো
Updated: 24 Jan 2024, 04:56 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami
অভিনয় ও গান, দুই ক্ষেত্রেই নিজেদের দক্ষতার পরিচয় রেখেছেন, নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বলিপাড়ায় এই দুই ভাই-ই এখন প্রতিষ্ঠিত দুই নাম। এঁরা আর কেউ নন, একজন আয়ুষ্মান খুরানা, অপরজন অপারশক্তি খুরানা। তবে তাঁদের উত্থান এতটাও সহজ ছিল না। বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে কাজের সুযোগ পেয়েছেন এই 'খুরানা ব্রাদার্স', ধীরে ধীরে তৈরি করেছেন নিজেদের গ্রহণযোগ্যতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানার পুরনো অডিশনের ভিডিয়ো।