বাংলা নিউজ >
দেখতেই হবে > Anant Ambani: 'আরও জোরে, সকলে আরও জোরে নাচুন', বরযাত্রীদের বললেন অনন্ত আম্বানি!
Anant Ambani: 'আরও জোরে, সকলে আরও জোরে নাচুন', বরযাত্রীদের বললেন অনন্ত আম্বানি!
Updated: 14 Jul 2024, 05:01 PM IST লেখক Ranita Goswami বর অনন্তের পরনে ছিল হলুদ শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি। বিয়ে করতে যাওয়ার জন্য অনন্ত তখন ঘোড়ায় চড়ে বসেছে। তাঁকে ঘিরে রয়েছেন বরযাত্রীরা। জোড়ে জোড়ে বাজনা বাজছে। অনন্তকে ঘিরে তখন বরযাত্রীরা নাচছিলেন। হাত তুলে সকলকে ইশারায় আরও জোরে জোরে নাচার কথা বললেন অনন্ত আম্বানি। সেসময় সেখানে উপস্থিত ছিলেন শানায়া কাপুর সহ আরও অনেক বলি তারকা। শাহরুখ-গৌরী, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, কে না ছিলেন সেখানে! __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: http://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: http://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: http://www.instagram.com/htbangla/?hl=en #anantambani #bollywood #ambaniwedding i