চলতি মাসের শুরুতে আদানি উইলমার লিমিটেড (AWL), ম্যাককর্মিক সুইজারল্যান্ড GMBH-এর থেকে কোহিনুর-সহ বেশ কয়েকটি ব্র্যান্ড অধিগ্রহণের ঘোষণা করে। তারপর থেকে পেনি স্টকটি টানা ৩৫টি ট্রেডিং সেশনে আপার সার্কিটে থেকেছে।