মল্লিকা সোনি
কোহিনুর নিয়ে গোটা বিশ্বজুড়েই নানা চর্চা। এখন প্রশ্ন আগামী বছর মে মাসে রাজা চার্লসের অভিষেক হতে পারে। আর সেই সময় রানি কনসর্ট ক্যামিলা পরবেন রাজমুকুট। কিন্তু সেই মুকুটে কি শোভা পাবে কোহিনুর মণি? টেলিগ্রাফের রিপোর্ট অনুসারে মনে করা হচ্ছে কোহিনুরের মালিকানা নিয়ে গোটা বিশ্বজুড়েই নানা বিতর্ক। সেক্ষেত্রে মুকুটে কোহিনুর রাখার বিষয়টি হয়তো বাতিল করা হতে পারে।
রাজমাতার পরে ক্য়ামিলার মুকুটেও শোভা পাওয়ার কথা কোহিনুর মণির। এই মণি বিশ্বের অন্যতম বড় ও বিতর্কিত মণি। ডেইলি মেলের খবর অনুসারে, আসল প্ল্যানটা ছিল স্বামী যখন সিংহাসনে বসবেন তখন কনসর্ট ক্যামিলিয়ার মাথাতেও কোহিনুর মণি ওঠার কথা। কিন্তু এই ইস্যুতে রাজা অত্যন্ত সংবেদনশীল। এনিয়ে রাজনৈতিক নানা বিতর্কও রয়েছে। বিশেষত ভারত সংক্রান্ত কিছু ইস্যু রয়েছে।
এদিকে ২০০২ সালের রাজমাতার কফিনের উপর দেখা গিয়েছিল এই কোহিনুর মণি। ১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহানের মুকুটে শোভা পেত এই কোহিনুর। এরপর নাদির শাহের আক্রমণের পরে তা হাতবদল হয়ে যায়। একাধিক হাতবদল হয়ে সেই রত্ন ১৮৪৯ সালে যায় কুইন ভিক্টোরিয়ার কাছে। এদিকে এই কোহিনুরকে ভারত থেকে কার্যত চুরি করে আনা হয়েছিল বলেই ধরা হয়। সেকারণেই কি আর সেই রত্নকে মুকুটে রেখে বিতর্কে জড়াতে চাইছে না ব্রিটিশ রাজপরিবার?