বাংলা নিউজ > বিষয় > Kanksa
Kanksa
সেরা খবর
সেরা ভিডিয়ো

- কাঁকসা ব্লকের বিদবিহার, বনকাটি, মলানদীঘি অধিকাংশ এলাকা নির্ভর করে চাষবাদের ওপর। হাজার হাজার বিঘা জমিতে হয় রকমারি সবজি চাষ। সেই সবজি শহর দুর্গাপুরের বাজারে জোগান দেন কৃষকরা। এদিকে, গরমে দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। নেই আপাতত বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এই এলাকায় সেচের জলের সমস্যা বেড়েছে। আর এই দুই বিপাকের মাঝে রোদ্দুরে পুড়ে যাচ্ছে সবজি গাছ। ফল হওয়ার আগেই ফুল ঝড়ে যাচ্ছে। কাঁকসার বিষ্ণুপুরে গড়ে উঠেছিল চেক ড্যাম। কয়েক বছর ধরে সেই চেক ড্যামের জলসেচের কাজে ব্যবহার করে লাভের মুখ দেখছিলেন অনেকেই। কিন্তু গত বছর বন্যায় ভেঙে যায় চেক ড্যাম। জল শূন্য হয়ে যায়। বেশ কিছু জায়গায় সোলার পাম্প বসানো হয়েছে। দ্রুত আরো সোলার পাম্প বসানোর পরিকল্পনা চলছে। সমস্যা সমাধানে আশ্বাসের সুর শোনা গেল পঞ্চায়েত প্রধানের কণ্ঠে।