বাংলা নিউজ > বিষয় > Daler mehendi
Daler mehendi
সেরা খবর
সেরা ভিডিয়ো

মেটাভার্সে জমি কিনলেন ডালের মেহেন্দি। এই ভার্চুয়াল সম্পত্তির নাম 'বল্লে বল্লে' ল্যান্ড। 'মেড ইন ইন্ডিয়া' মেটাভার্স প্ল্যাটফর্মে জমি কিনেছেন ডালের মেহেন্দি। এই জায়গায় খুব শিগগিরই আসছে ডালের মেহেন্দি স্টোর। সেখানে মার্চেন্ডাইস থেকে নন ফাঞ্জিবল টোকেন পাওয়া যাবে। জানিয়েছেন তারকা নিজে। একটি বিশেষ পেইন্টবল এরিনাও ভাবা হচ্ছে। সেখানেই ডালের মেহেন্দি স্টোর তৈরি হবে। এর হাত ধরেই নজর কাড়ছে প্ল্যাটফর্ম পার্টিনাইট। এই ভার্চুয়াল জায়গায় পার্টির আনন্দে মাততে পারবেন অনেকে। নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হবে। ডালের মেহেন্দি ভারতের প্রথম এমন গায়ক যিনি মেটাভার্সে গিগ পারফর্ম করেছিলেন। এর আগে জাস্টিন বিবর, ট্রাভিস স্কটদেরা এমন করেছেন। হোলির দিন ডালের মেহেন্দি এই ভার্চুয়াল সম্পত্তির উদ্বোধন করেন। এর সমস্ত আপডেট উঠে আসছে ইনস্টাগ্রামে। ভার্চুয়াল রিয়্যালিটির অন্যতম দিক হল এই প্ল্যাটফর্ম।