নয়ের দশকের বিজ্ঞাপন আবারও নতুন করে তৈরি করল ক্যাডেবেরি ডেয়ারি মিল্ক। শুধু নয়া বিজ্ঞাপনে থাকল একটা ‘টুইস্ট’। যেভাবে লিঙ্গ সমতার বার্তা দেওয়া হয়েছে, তা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
লোকসভা নির্বাচনের শেষ দফায়, ১ জুন ভোটগ্রহণ হবে কলকাতার দু'টি এবং তিলোত্তমার আশেপাশের আসনগুলিতে। তার আগে শহরজুরে জোর প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলগুলি। রাস্তায় রাস্তায় দেওয়াল লেখন থেকে শুরু করে পোস্টার। এমনকী বড় বড় হোর্ডিংয়ে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের প্রচার।