কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে Mi 11 Ultra স্মার্টফোন। এবার নয়া ফাস্ট চার্জার আনতে চলেছে চিনা সংস্থা Xiaomi । শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Mi 11 Ultra 67W ফাস্ট চার্জার ।ব্যাপারটা অনেকটা Apple-এর মতোই। ফাস্ট চার্জিংয়ের জন্য অ্যাপেল আলাদা করে একটি অ্যাডাপটার বিক্রি করে। অনেকটা সেই ফরম্যাটেই নতুন চার্জার আনছে Xiaomi ।সাধারণ Mi 11 Ultra স্মার্টফোনের চার্জারটিতে থাকছে 55W ফাস্ট চার্জিং। তাতে ঘন্টা দুয়েকের মধ্যেই ফোন শূন্য থেকে ফুল চার্জ হবে। কিন্তু, সেই স্পিডই যেন আরও বাড়িয়ে দিল Xiaomi ।নতুন Mi 11 Ultra 67W ফাস্ট চার্জারে আরও তাড়াতাড়ি চার্জ হবে। 0% থেকে 99% চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিটে। এমনটাই জানিয়েছে Xiaomi ।অন্যান্য স্মার্টফোনের সঙ্গে এর কমপ্যাটিবিলিটির বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। আপাতত Mi 11 Ultra-র অপশনাল ফাস্ট চার্জার অ্যাকসেসরিজ হিসাবেই এটিকে দেখা হচ্ছে। তবে, আগামিদিনে এ ধরনের অ্যাকসেসরিজ হিসাবে ফাস্ট চার্জারের চাহিদা আরও বাড়তে পারে বলে মত টেক বিশেষজ্ঞদের। আর তা হবে নাই বা কেন। মাত্র ৩৬ মিনিটে ফোন ফুল চার্জ কে না চায়!