Vi Loan: দ্রুত ৭,০০০ কোটি টাকার ঋণ চাই! ব্যাঙ্কের দুয়ারে ভোডাফোন-আইডিয়া: রিপোর্ট Updated: 06 Jan 2023, 08:30 PM IST Soumick Majumdar এক আধিকারিক জানিয়েছেন, Vi তাদের কাছে ১৫ হাজার কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ধরে নতুন ঋণ ইস্যু কার আবেদন করেছে। এই দাবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। Vi-এর ঋণ এবং তহবিল সংগ্রহের বিষয়ে এমনিতেও বাজারে আলোচনা রয়েছে।