করোনা পরিস্থিতিতে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস। তাছাড়া সত্যি বলতে, সময় কাটাতে ইন্টারনেট একটু বেশিই ব্যবহার করছেন সকলে। ফলে, আগের মতো দিনে ১-২ জিবি ডেটায় চালানো বেশ মুশকিল হয়ে গিয়েছে। তবে, যদি দিনে ৪ জিবি করে ডেটা পেতেন? তার উপর মাঝরাতে আনলিমিটেড ডেটা? এই প্রতিবেদনে জানতে পারবেন এমনই এক ডেটা প্যাকের কথা।
Vi-এর ৪৪৯ টাকার রিচার্জ প্ল্যান (Vi 449 Prepaid Recharge Plan) :
Vi-এর ৪৪৯ টাকার প্ল্যানে পাবেন দিনে ৪ জিবি করে ডেটা। সঙ্গে আনলিমিটেড কল ও দিনে ১০০ টি এসএমএস।
তবে শুধু তাই নয়। এই প্ল্যানে থাকছে Binge all night offer । অর্থাত্ রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। সেটি দিনের ৪ জিবি ডেটার ভান্ডার থেকে কাটা হবে না।

অর্থাত্ সারারাত যত খুশি গেম ডাউনলোড করুন, অনলাইন কনটেন্ট দেখুন, আপনার ডেটা কমবে না।
এর সঙ্গেই থাকছে উইকেন্ড ডেটা রোলওভার। প্রতি সপ্তাহান্তে সারা সপ্তাহের অব্যবহৃত ডেটা রোল ওভার হব। অর্থাত্, কোনও সোম থেকে শুক্র যদি দিনে গড়ে ২ জিবি করে ডেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে বাকি ১০ জিবি(৫x২) ডেটা
এর পাশাপাশি Vi মুভিজ ও TV-এর ফ্রি সাবস্ক্রিপশান পাবেন এই রিচার্জের সঙ্গে।