Record UPI transaction in December: UPI-এর নয়া রেকর্ড! ডিসেম্বরে প্রায় ১৩ লক্ষ কোটি টাকার লেনদেন ভারতে Updated: 03 Jan 2023, 06:52 PM IST Soumick Majumdar ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া(NPCI)-র তথ্যানুযায়ী, মোট লেনদেনের পরিমাণ গত বছরের ডিসেম্বরের তুলনায় বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় মোট লেনদেনের সংখ্যা প্রায় ৭১% বৃদ্ধি পেয়েছে।