বাংলা নিউজ > টেকটক > নতুন অবতারে Maruti Brezza, নতুন লুক কেমন হল? তেলের বিষয়ও জেনে নিন
মারুতি ব্রেজা(Maruti Brezza)-কে নতুন রূপে ফের লঞ্চ করা হল। বর্তমান কমপ্যাক্ট SUV-র ট্রেন্ড মাথায় রেখেই নতুন রূপে ফিরিয়ে আনা হল মারুতির জনপ্রিয় গাড়িটি।
আরও পড়ুন: Cheapest Car: ৪ লাখ টাকারও কমে নতুন গাড়ি চাই? রইল তালিকা
Maruti Suzuki শীঘ্রই Vitara Brezza-র নতুন জেনারেশনের মডেল লঞ্চ করতে পারে। নতুন ব্রেজায় এসইউভি-র ডিজাইনে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে এটি টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। সম্প্রতি, একটি রোড টেস্টের সময়ে নতুন ফেসলিফট দেখা গিয়েছে।
আরও পড়ুন : Baleno 2022: লঞ্চের এক মাসের মধ্যেই ৫০,০০০ পার করল বুকিং
ভিডিয়োতে, নতুন-জেনারেশনের ব্রেজাতে নতুন ডিজাইনের অ্যালয় হুইল এবং একটি রিডিজাইন করা ফ্রন্ট গ্রিল দেখা গিয়েছে। নতুন গ্রিল-সহ একটি আপডেটেড বাম্পার এবং এল-শেপ-এর ডিআরএল রয়েছে।