রিলায়েন্স জিয়োর ভাণ্ডারে অজস্র রিচার্জ প্ল্যান রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রিপেড প্যাকের দাম প্রায় কাছাকাছি। ফলে এই ধরনের প্ল্যান নিয়ে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। কোন প্রিপেড প্ল্যান বেছে নেবেন, তা বোঝাই কঠিন হয়ে যায়।
এমনই দুটি প্ল্যান হল Jio-র ৫৮৩ টাকা এবং ৫৫৩ টাকার প্ল্যান। দু'টির মধ্যে দামের পার্থক্য খুবই কম।
কোনটা নিলে আপনার লাভ বেশি?
Reliance Jio-র ৫৮৩ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান
- এই প্রিপেড প্যাকে গ্রাহকরা প্রতিদিন ১.৫ GB ডেটা পাবেন।
- প্ল্যানটির মেয়াদ ৫৬ দিন।
- অর্থাত্ ব্যবহারকারীরা মোট ৮৪ GB ডেটা পাবেন। এ
- ছাড়াও, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা-সহ প্রতিদিন ১০০ টি SMS পাওয়া যাবে।
- এছাড়াও JioTV এবং JioCinema অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
- সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, Jio তিন মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশনও দেবে। আলাদা করে নিতে গেলে যার দাম ১৪৯ টাকা।
Reliance Jio ৫৫৩ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান
৫৫৩ টাকার প্রিপেড প্ল্যানেও প্রায় একই সুবিধা পাবেন। পার্থক্য সামান্য।
- এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ GB ডেটা পাবেন।
- যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন।
- এটিরও ভ্যালিডিটি ৫৬ দিন।
- এর পাশাপাশি JioTV ও JioCinema অ্যাপের অ্যাক্সেস মিলবে।
Jio ₹583 বনাম ₹553 প্ল্যান: কোনটি নেওয়া ভাল?