নির্দিষ্ট কিছু রিচার্জ প্ল্যানের সঙ্গে Disney+Hotstar-এর ৩ মাসের সাবস্ক্রিপশন দেবে Reliance Jio। আনলিমিটেড ভয়েস, ডেটা, এসএমএস এবং অন্যান্য সুবিধা তো থাকছেই। সঙ্গে এই OTT-এর সুবিধাটাও পেয়ে যাবেন। কোন কোন প্ল্যানে এই ফ্রি অফারটি পাবেন? আসুন জেনে নেওয়া যাক।
Disney+ Hotstar ৩ মাসের সাবস্ক্রিপশন অফার করে এমন যে কোনও প্ল্যানে রিচার্জ করলেই এই সুবিধা পেয়ে যাবেন।
Reliance Jio-র ১৫১ টাকার প্ল্যান
এটি একটি অ্যাড অন প্ল্যান। অর্থাত্ শুধুমাত্র অতিরিক্ত ডেটার ডন্য। এতে অন্য সুবিধা নেই। তবে ৩ মাসের Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
Reliance Jio-র ৩৩৩ টাকার প্ল্যান
১) মোট 42 GB ডেটা পাবেন। দৈনিক হাইস্পিড 1.5GB ডেটা মিলবে।
২) আনলিমিটেড ভয়েস কল মিলবে।
৩) তিন মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন থাকছে।
৪) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন।
৫) ২৮ দিনের জন্য বিনামূল্যে Jio Apps-র সাবস্ক্রিপশন মিলবে।
৬) ভ্যালিডিটি ২৮ দিনের।
Reliance Jio-র ৫৮৩ টাকার প্ল্যান
১) ৫৬ দিনের ভ্যালিডিটি পাবেন।
২) দৈনিক 1.5GB হাইস্পিড ডেটা পাবেন। সেই হিসাবে মোট 84 GB ডেটা মিলবে।
৩) তিন মাসের জন্য Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পাবেন। মোবাইলে শুধু ব্যবহার করতে পারবেন।
৪) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন।
৫) ৫৬ দিনের জন্য বিনামূল্যে Jio Apps-র সাবস্ক্রিপশন মিলবে।
Reliance Jio-র ৭৮৩ টাকার প্ল্যান
১) ৮৪ দিন সেই প্ল্যান চলবে।
২) মোট 126GB ডেটা পাবেন। দৈনিক বিনামূল্যে 1.5GB হাইস্পিড ডেটা মিলবে।
৩) বিনামূল্যে ১০০ টি মেসেজ করতে পারবেন ব্যবহারকারীরা।
৪) তিন মাসের জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন পাবেন।
৫) ৮৪ দিনের জন্য বিনামূল্যে Jio Apps-র কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবেন।

রিচার্জের পরে, সেই Jio মোবাইল নম্বর দিয়ে Disney+ Hotstar অ্যাপে সাইন-ইন করুন।
সাইন-ইন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার Jio নম্বরে পাঠানো OTP-টি লিখুন।
লগ ইন করার পরে আপনার ৩ মাসের ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।