ম্যাকলারেন 765 এলটি স্পাইডার বিশ্বের দ্রুততম কনভার্টিবল গাড়িগুলির মধ্যে অন্যতম। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে ম্যাকলারেন ভারতের বাজারে প্রবেশ করে। তবে এটিই দেশের প্রথম ম্যাকলারেন ভাবলে ভুল করবেন। খোদ পশ্চিমবঙ্গেরই ব্যবসায়ী পারভিন আগরওয়ালের কাছেও 720S স্পাইডার মডেল রয়েছে।