বাংলা নিউজ > টেকটক > How to use WhatsApp in Bengali- WhatsApp ব্যবহার করুন বাংলায়, জানুন কীভাবে
পরবর্তী খবর
অন্যান্য অনেক মেসেজিং অ্যাপের মতো, হোয়াটসঅ্যাপেও ইংলিশ ডিফল্ট ভাষা হিসেবে সেট করা আছে। অনেক ব্যবহারকারীই হয় তো জানেন না, যে কোনও সময়েই অ্যাপের ভাষা পরিবর্তন করা যেতে পারে। এক্ষেত্রে লক্ষ্যণীয়, অ্যাপের সেটআপ প্রসেস চলাকালীনই ব্যবহারকারীদের পছন্দের ভাষা জানতে চাওয়া হয়। সেই সময়েই ভাষা পরিবর্তন বা নির্বাচন করতে পারেন।
ফোনের (Android এবং iOS) ল্যাঙ্গুয়েজ সেটিংস পরিবর্তন করা সাপোর্ট করে, এমন অ্যাপগুলির ক্ষেত্রে ভাষার প্রেফারেন্স পরিবর্তন করা যায়। ফলে, ব্যবহারকারীরা যদি তাঁদের মাতৃভাষাকেই হোয়াটসঅ্যাপে ডিফল্ট করতে চান, সেক্ষেত্রে তাঁরা ম্যানুয়ালি অ্যাপের প্রেফারেন্সের ভাষা পরিবর্তন করতে পারেন।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের ভাষা কীভাবে পরিবর্তন করবেন