গত বছর, গুগলের বিরুদ্ধে একই রকম অভিযোগ ওঠে ইউরোপীয় ইউনিয়নে। সেখানে অ্যান্ড্রয়েড OS সম্পর্কিত একটি 'অ্যান্টি-ট্রাস্ট' মামলায় পাল্টা আপিল করেছিল গুগল। তবে সেই মামলায় সংস্থা হেরে যায়। আর তারপরে ইউরোপীয় ইউনিয়নকে (EU) ৪.১২৫ বিলিয়ন ইউরো জরিমানা দিতে বাধ্য হয়।