Airtel Plans: ২টি নতুন ৩০ দিনের প্ল্যান! জানুন খরচ, ডেটা, ভ্যালিডিটি
1 মিনিটে পড়ুন Updated: 02 Apr 2022, 11:15 PM ISTহঠাত্ ২৮ দিনের বদলে ৩০ দিনের প্ল্যান কেন আনা হল? জানুন এর কারণ।
হঠাত্ ২৮ দিনের বদলে ৩০ দিনের প্ল্যান কেন আনা হল? জানুন এর কারণ।
এয়ারটেল দু'টি নতুন প্রিপেড প্ল্যান আনল। ২৯৬ টাকা ও ৩১৯ টাকার রিচার্জ। মিলবে ৩০ দিনের ভ্যালিডিটি। অর্থাত্ ২৮ দিনের ট্রেন্ডটাকে এবার একটু ভাঙল এয়ারটেল। কিন্তু নিজে থেকে এই ট্রেন্ড ভাঙেনি সংস্থা।
আসলে কয়েক মাস আগেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিনের ভ্যালিডিটিসহ একটি প্ল্যান আনতে বলে। এর উদ্দেশ্য ছিল, যাতে ব্যবহারকারীদের রিচার্জ করা আরও সহজ ও বিভ্রান্তিমুক্ত হয়। সেই মেনেই দু'টি নতুন প্ল্যান লঞ্চ করল এয়ারটেল।