বিশ্বের বিভিন্ন প্রান্তে আইপিএলের অনুকরণে ঘরোয়া টি-২০ লিগ আয়োজিত হয়। তবে পাকিস্তানের সমর্থকরা ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগের শ্রেষ্ঠত্ব একবাক্যে স্বীকার করে নেবে সবাই। এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আবির্ভাব ঘটে মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়র লিগের। প্রথম ম্য়াচেই ইঙ্গিত মেলে, সাফল্য ও জনপ্রিয়তায় বিশ্বের অন্যান্য মহিলা টি-২০ লিগগুলিকে ছাপিয়ে যেতে চলেছে ডব্লিউপিএল।
বিসিসিআই পূর্ণাঙ্গ উইমেন্স প্রিমিয়র লিগ শুরু করে এবছর। এর আগেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো প্রথমসারির ক্রিকেট খেলিয়ে দেশগুলি মেয়েদের ঘরোয়া টি-২০ লিগ চালু করে। উল্লেখযোগ্য বিষয় হল, উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্স মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়ে ফেলে।
শনিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে গুজরাট জায়ান্টসকে। মেয়েদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড।
এতদিন এই রেকর্ড ছিল পারথ স্কর্চার্সের নামে। তারা ২০২২ সালের মহিলা বিগ ব্যাশ লিগে ১০৪ রানে হারিয়ে দেয় মেলবোর্ন রেনেগেডসকে। এবার সেই রেকর্ড নিজেদের দখলে নিলেন হরমনপ্রীতরা।
মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে সব থেকে বড় ব্যবধানে চারটি ম্যাচ জয়ের নজির:-
১. চলতি উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচে গুজরাট জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স।
২. পারথ স্কর্চার্স ২০২২ সালের উইমেন্স বিগ ব্যাশ লিগের ম্যাচে ১০৪ রানে পরাজিত করে মোলবোর্ন রেনেগেডসকে।
৩. সিডনি সিক্সার্স ২০১৭ সালের উইমেন্স বিগ ব্যাশ লিগের ম্যাচে হবার্ট হ্যারিকেনসকে ১০৩ রানে হারিয়ে দেয়।
৪. ইয়র্কশায়ার ডায়মন্ডস ২০১৬ সালের উইমেন্স ক্রিকেট সুপার লিগের ম্যাচে ৯৫ রানে পরাজিত করে ল্যাঙ্কাশায়ার থান্ডারকে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস ম্যাচের গতিপ্রকৃতি:-
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান তোলে। হরমনপ্রীত কউর ৬৫, হেইলি ম্যাথিউজ ৪৭, অ্যামেলিয়া কের ৪৫, ন্যাট সিভার ২৩ ও পূজা বস্ত্রকার ১৫ রান করেন। ২টি উইকেট নেন স্নেহ রানা।
জবাবে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস ১৫.১ ওভারে ৬৪ রানে আটকে যায়। দয়ালান হেমলতা ২৯ ও মণিকা প্যাটেল ১০ রান করেন। সাইকা ইশাক ৪টি এবং ন্যাট সিভার ও অ্যামেলিয়া কের ২টি করে উইকেট দখল করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।