আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো যাবৎ মহেন্দ্র সিং ধোনি যখনই আইপিএলে মাঠে নেমেছেন, প্রতিবার জল্পনা চলেছে একটি বিষয়ে যে, এটাই কি তবে চেন্নাইয়ের জার্সিতে মাহির শেষ মরশুম? ধোনি অবশ্য জল্পনায় জল ঢেলে প্রতিবার ফিরে আসেন আইপিএলের আঙিনায়। এবারও তার অন্যথা হয়নি।
এটাই আইপিএলে ধোনির শেষ মরশুম হতে পারে, এমন জল্পনার মাঝে ক্যাপ্টেন কুল শুরু করে দিলেন আইপিএলের প্রস্তুতি। বরং বলা ভালো যে প্রতিপক্ষ বোলারদের ধ্বংস করার ইঙ্গিত দিতে শুরু করলেন প্র্যাক্টিসে।
শুক্র ও শনিবার চেন্নাই সুপার কিংসের দু'টি নেট সেশনে যে মেজাজে ধরা দিলেন ধোনি, তাতে প্রতিপক্ষ দলগুলির কাছে নিঃশব্দ হুঁশিয়ারি পৌঁছল সন্দেহ নেই। যে রকম টাচে রয়েছে ধোনি, তাতে সিএসকে সমর্থকদের আপ্লুত হওয়াই স্বাভাবিক।
চেন্নাইয়ের অনুশীলনে রীতিমতো আগুনে মেজাজে ব্যাট করেন ধোনি। শুরুতে নেট বোলারদের বিরুদ্ধে হালকা নক করেন মাহি। শেষবেলায় ঝড় তোলেন ব্যাট হাতে। একের পর এক বল উড়ে যায় মাঠের বাইরে। প্রায় প্রতি বলেই ধোনি হাওয়ায় শট খেলেন। বলাবাহুল্য, সেই শটগুলিতে বলের গন্তব্য ছিল গ্যালারি।
উল্লেখযোগ্য বিষয় হল, ধোনি যেভাবে স্টেপ-আউট করে শট নিচ্ছিলেন, তাতেই বোঝা যায় যে তাঁর পায়ের নড়াচড়া কত দুর্দান্ত। দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও কোনওরকম জড়তা চোখে পড়েনি ধোনির শরীরি ভাষায়। একই রকম ফিট রয়েছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের নেটে ধোনির এমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ের ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুধু অনুরাগীরাই নন, ধোনির প্র্যাক্টিসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসকে-ও, যার বিস্তর প্রতিক্রিয়া জানান অনুরাগীরা। সবাই ধোনিকে পুরনো মেজাজে দেখতে চাইছেন। কেউ আবার একথাও মনে করিয়ে দিয়েছেন যে, এমন মেজাজে ধোনিকে দেখার পরে যেন না বলা হয় এটাই তাঁর শেষ মরশুম।
আরও পড়ুন:- MI vs GG WPL 2023: ৪ উইকেট বাংলার সাইকার, ১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়র লিগের জন্য চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ স্কোয়াড:- মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়াড়ু, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, রবীন্দ্র জাদেজা, মইন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, মাহিশ থিকসানা, রাজবর্ধন হাঙ্গার্গেকর, বেন স্টোকস, কাইল জেমিসন, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল ও কে ভগৎ বর্মা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।