বাংলা নিউজ > ময়দান > WPL 2023: কবে শুরু উইমেন্স প্রিমিয়র লিগ? কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট? জানিয়ে দিলেন IPL চেয়ারম্যান
পরবর্তী খবর
WPL 2023: কবে শুরু উইমেন্স প্রিমিয়র লিগ? কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট? জানিয়ে দিলেন IPL চেয়ারম্যান
1 মিনিটে পড়ুন Updated: 07 Feb 2023, 12:19 AM ISTAbhisake Koley
Women's Premier League: কবে কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম, জানা গেল দিনক্ষণ।
দীপ্তি, স্মৃতি ও হরমনপ্রীত। ছবি- বিসিসিআই।
মার্চেই অনুষ্ঠিত হতে পারে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ, এ খবর ভারতীয় ক্রিকেটমহলে কারও অজানা নয়। তবে কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট, সে বিষয়ে সঠিক কোনও খবর ছিল না কারও কাছে। অবশেষে জানা গেল কবে শুরু হবে মেয়েদের আইপিএল। এও জানা গেল যে, কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্য়াচগুলি।
আগামী ৪ মার্চ থেকে শুরু হবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ। চলবে ২৬ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম খেলা হবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচগুলি। টুর্নামেন্টের বিস্তারিত সূচি ঘোষিত হয়নি। তবে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হতে পারে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল।
সোমবার আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল সংবাদ সংস্থা পিটিআইকে উইমেন্স প্রিমিয়র লিগের দিনক্ষণ সম্পর্কে আপডেট দেন। তিনি বলেন, ‘৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুম্বইয়ে খেলা হবে উইমেন্স প্রিমিয়র লিগ।’
কবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম অনুষ্ঠিত হবে, তাও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়েই বসবে ক্রিকেটার কেনা-বেচার আসর। অর্থাৎ, মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনেই অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম।
কবে, কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগ:-৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুম্বইয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ।
কবে, কোথায় অনুষ্ঠিত হবে নিলাম:-১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসবে নিলামের আসর।
ক'টি দল অংশ নেবে টুর্নামেন্টে:-মোট ৫টি দল অংশ নেবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে। মুম্বই, দিল্লি, আমদাবাদ, বেঙ্গালুরু ও লখনউ, এই পাঁচটি শহরের ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে টুর্নামেন্টে।
নিলামের জন্য কত টাকা হাতে থাকছে প্রতি দলের:-দল গড়ার জন্য প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি ১২ কোটি টাকা খরচ করতে পারবে।
কত জনের দল গড়তে হবে:-প্রতিটি দল কমপক্ষে ১৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়ে নিতে পারবে। সর্বাধিক ১৮ জনের স্কোয়াড গড়া যাবে। সর্বাধিক ৭ জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।