মাঠে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করে সকলের নজর কেড়েছেন রবীন্দ্র জাদেজা। তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্রের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে নিজের সোশ্যাল মিডিয়াতে ম্যাচ বলের একটি ছবি শেয়ার করে রবীন্দ্র জাদেজা লিখেছেন, ‘মরশুমের প্রথম চেরি।’
সৌরাষ্ট্রের অধিনায়ক রবীন্দ্র জাদেজা (ছবি-পিটিআই)
রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে আট উইকেট নিয়েছিলেন। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন সাত উইকেট। গত বছরের অগস্টের পরে এটাই ছিল রবীন্দ্র জাদেজার প্রথম ম্যাচ। গত বছরের সেপ্টেম্বরে রবীন্দ্র জাদেজার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। তারপরে মাঠে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করে সকলের নজর কেড়েছেন জাদেজা। তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্রের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে নিজের সোশ্যাল মিডিয়াতে ম্যাচ বলের একটি ছবি শেয়ার করে রবীন্দ্র জাদেজা লিখেছেন, ‘মরশুমের প্রথম চেরি।’
আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রবীন্দ্র জাদেজার উপস্থিতি। সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। দীর্ঘদিন ধরে চোটের কারণে খেলতে পারছেন না রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁর খেলা হবে কি হবে না তা নির্ভর করছে তাঁর ফিটনেস রিপোর্টের উপর। ১ ফেব্রুয়ারি বিসিসিআইয়ের তরফে প্রকাশ করা হতে পারে ফিটনেস রিপোর্ট। যেখানে পরিষ্কার হয়ে যাবে বর্ডার-গাভাসকর সিরিজে রবীন্দ্র জাদেজার আদৌ খেলা হবে কিনা।
তবে তার আগে রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে বল হাতে ম্যাচের তৃতীয় দিনে দারুণ পারফরমেন্স করলেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে দুরন্ত পারফর্ম করলেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে ১৭.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন তিনি। তামিলনাড়ুকে মাত্র ১৩৩ রানে অল আউট করতে বড় ভূমিকা পালন করেছেন জাদেজা। এখন যদি শেষ দিনে ৮৬ ওভারে ২৬২ রান করে রবীন্দ্র জাদেজার সৌরাষ্ট্র, তাহলে সহজেই তারা ম্যাচ জিতবে। সৌরাষ্ট্রের হয়ে প্রত্যাবর্তন ম্যাচে রবীন্দ্র জাদেজার জন্য এটা ছিল ২৯তম প্রথম-শ্রেণির পাঁচ উইকেট শিকার। পঞ্চম উইকেটে অজিত রামকে আউট করে এমন কৃতিত্ব গড়েন রবীন্দ্র জাদেজা।
রবীন্দ্র জাদেজার জন্য এই ম্যাচটি শুধু ফিটনেস অর্জনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়। বরং ছন্দে ওঠার জন্য এই প্রতিযোগিতাও দরকার। এই ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে পুরনো রঙে ফেরার সুযোগ ছিল তার। কিন্তু, প্রথম টেস্টে অর্থাৎ প্রথম ইনিংসে, জাদেজা দুই ক্ষেত্রেই ব্যর্থ হন। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে জাদেজাকে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করতে হবে। গত বছর এশিয়া কাপে হাঁটুতে চোট পান জাদেজা। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপও। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট সিরিজের জন্য বাছাই করা হয়নি। তবে তৃতীয় দিনে বল হাতে সফল হলেও পরের দিন অর্থাৎ ম্যাচের চতুর্থ দিনে ব্যাট হাতে বেশি রান করতে পারলেন না জাদেজা। ৩৬ বলে ২৫ রান করে আউট হলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।