আউট হওয়ার পর রোহিত যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, বিরাট কোহলি তখন ব্যাট করার জন্য মাঠে প্রবেশ করছিলেন। সেই সময়ে রোহিতের শতরানের জন্য দলের অধিনায়কের পিঠ চাপড়ে দেন বিরাট কোহলি। হাত মিলিয়ে রোহিতকে অভিনন্দন জানালেন রোহিত শর্মা।
বিরাট কোহলি ও রোহিত শর্মা (ছবি-বিসিসিআই)
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মঙ্গলবার ক্লিন সুইপ করেছে টিম ইন্ডিয়া। ইন্দোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে, টিম ইন্ডিয়া কিউয়ি দলকে ৯০ রানে পরাজিত করে এক নম্বর ওডিআই দল হয়েছে। এদিনের জয়ের জন্য দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রোহিত শর্মা-শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর দারুণ বোলিং পারফরমেন্স করেছিলেন। তবে এই ম্যাচে আরও একটি ছবি সকলের মন জিতল। আসলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার বন্ধুত্ব এবং একে অপরের প্রতি শ্রদ্ধা যে কতটা তা দেখা গেল এদিনের ম্যাচে। এই ম্যাচের একটা মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আসলে এদিনের ম্যাচে ভারতীয় দল প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেছিল। ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শুভমন গিল দারুণ শুরু করেছিলেন। টিম ইন্ডিয়ার উভয় ওপেনার ২২০ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন। এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা শেষ পর্যন্ত তাঁর সেঞ্চুরির খরা কাটিয়ে ওঠেন। এদিন শেষ পর্যন্ত ১০১ রানের ইনিংস খেলেন তিনি। তবে সেঞ্চুরি পূর্ণ করার পর ব্রেসওয়েলের বলে আউট হয়ে যান রোহিত শর্মা। আউট হওয়ার পর রোহিত যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, বিরাট কোহলি তখন ব্যাট করার জন্য মাঠে প্রবেশ করছিলেন। সেই সময়ে রোহিতের শতরানের জন্য দলের অধিনায়কের পিঠ চাপড়ে দেন বিরাট কোহলি। হাত মিলিয়ে রোহিতকে অভিনন্দন জানালেন রোহিত শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।