রাজনৈতিক টানাপোড়েনে নতুন বছরে রোহিত শর্মাদের পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া অনিশ্চিত। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পালটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলে বাবর আজমদের বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না।
পাক সমর্থকরা অবশ্য ভারতীয় ক্রিকেট দলকে তাদের দেশে খেলতে দেখার জন্য কতটা অধীর, সেটা বোঝা গেল আরও একবার। মুলতানে পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের সময় গ্যালারিতে দেখা গেল বিরাট কোহলির নামে পোস্টার। বলাবাহুল্য, কিং কোহলিকে পাকিস্তানে খেলতে যাওয়ার কাতর অনুরোধ জানাতে দেখা গেল পাক সমর্থকদের।
মুলতানের গ্যালারিতে দু'টি পোস্টার হাতে দেখা যায় দুই পাক ক্রিকেটপ্রেমীকে। একটিতে লেখা ছিল, ‘কিং কোহলি, এশিয়া কাপে খেলতে আসুন।’ অপর একটি পোস্টারে লেখা ছিল, ‘আমরা আপনাকে আমাদের কিং বাবরের থেকও বেশি ভালোবাসব।’
আরও পড়ুন:- WTC Table: ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে গাড্ডায় পাকিস্তান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিতান্ত কঠিন বাবরদের
মুলতানের গ্যালারিতে একদিকে যেমন কোহলিকে পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়, অন্যদিকে বাবর আজমের উদ্দেশ্যে টিটকিরিও উড়ে আসে দর্শকদের মধ্য থেকে। দ্বিতীয় ইনিংসে বাবর আজম মাত্র ১ রান করে আউট হয়ে বসেন। পাক দলনায়ক যখন সাজঘরে ফিরছিলেন, তাখন তাঁকে ‘কিং না ঘণ্টা’ বলে বিদ্রুপ করা হয়। এমনকি বাবরকে নতুন নাম দেওয়া হয় ‘জিম্বাবর’।
আরও পড়ুন:- PAK vs ENG: 'কিং না ঘণ্টা', মুলতানে বাবরকে 'জিম্বাবর' বলে বিদ্রুপ দর্শকদের, ভিডিয়ো
রাওয়ালপিন্ডির মতো মুলতান টেস্টেও পাকিস্তান হার মানে ইংল্যান্ডের কাছে। জয়ের জন্য শেষ ইনিংসে পাকিস্তানের দরকার ছিল ৩৫৫ রান। তারা অল-আউট হয় ৩২৮ রানে। ২৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজের দখল নেন বেন স্টোকসরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।