শুভব্রত মুখার্জি: টোকিয়োতে নিজের কেরিয়ারের দ্বিতীয় বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলেন ভিক্টর অ্যাক্সেলসেন। চলতি মরুশুমে অনবদ্য ফর্মে রয়েছেন ভিক্টর অ্যাক্সেলসেন। মাত্র একটা ম্যাচ হেরেছেন এই মরশুমে। আর সেই অনবদ্য ফর্মকে ধরে রেখেই তিনি জিতে নিলেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব। ২১ বছর বয়সি উঠতি থাইল্যান্ডের শাটলার কুনালভুত ভিডিতসার্নকে কার্যত উড়িয়ে দিলেন।
আরও পড়ুন: উইকেটের চরিত্র না বুঝেই ব্যাটিং, দলের উপর রেগে লাল শ্রীলঙ্কার অধিনায়ক
এদিন ফাইনালে কুনালভুতকে কার্যত স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন অ্যাক্সেলসেন। খেলার ফল অ্যাক্সেলসেনের পক্ষে ২১-৫, ২১-১৬। ২৮ বছর বয়সি ড্যানিশ তারকা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও তুখোড় ফর্মে ছিলেন। এদিন প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন ড্যানিশ তারকা। একের পর এক স্ম্যাশ, ড্রপ শটে ব্যতিব্যস্ত করে দেন কুনালভুতকে। যার কোনও জবাব তার কাছে ছিল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।