শুভব্রত মুখার্জি: রবিবারেই বাংলাকে হারিয়ে সদ্য শেষ হওয়া রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র দল। এই নিয়ে দ্বিতীয়বার ট্রফি জিতেছে সৌরাষ্ট্র। দুবারেই ফাইনালে বাংলাকে হারিয়ে ট্রফি জিতেছে তারা। ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন দল সোমবারেই পৌঁছেছে তাদের রাজ্যে। আর রাজকোট বিমানবন্দরে পা রেখেই এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী থেকেছে তারা। তাদেরকে ঘিরে যে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা দেখা গিয়েছে তা অকল্পনীয়। হাজার হাজার সমর্থক উপস্থিত হয়েছিলেন রাজকোট বিমানবন্দরে তাদের হিরোদের অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে প্রিয় ক্রিকেটাররা বের হতেই বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় তাদের।
আরও পড়ুন… কেন তিনে ব্যাটিং করতে এসেছিলেন, বুঝিয়ে বললেন হরমন
সমর্থকদের এমন ভালোবাসা পেয়ে আপ্লুত সৌরাষ্ট্র দলের ক্রিকেটাররা। বিমানবন্দরের সেই ভিডিয়ো টুইট করেছেন স্বয়ং সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট। তিনি ভিডিয়ো টুইট করে লিখেছেন ঘরোয়া টুর্নামেন্টের বিজয়ী দলকে ঘিরে এমন উন্মাদনা ভাবনার অতীত। সকাল থেকেই এদিন ভিড় বাড়ছিল রাজকোট বিমানবন্দরের বাইরে। দলে দলে সমর্থকরা এসে ভিড় জমিয়েছিলেন এক ঝলক তাঁদের প্রিয় তারকাকে দেখতে। প্রত্যেকের হাতেই ধরা মোবাইল ক্যামেরা। সকলেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে বদ্ধপরিকর। কারুর কারুর হাতে রয়েছে আবার কাগজ, কলম। প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ নিতে মুখিয়ে রয়েছেন তখন তাঁরা।
আরও পড়ুন… ও কিন্তু কোহলি-পূজারা-রাহুলদের আউট করেছে- কাকে নিয়ে রোহিতদের সতর্ক করলেন ব্রেট লি