ইতিমধ্যে ইতিহাস তৈরি করে ফেলেছে ভারত। নিশ্চিত হয়ে গিয়েছে রুপো। পদকের রংটা সবথেকে উজ্জ্বল করতে রবিবার ইন্দোনেশিয়ার বিরুদ্ধে থমাস কাপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় ব্যাডমিন্টন দল (Thomas Cup 2022 Final India vs Indonesia)।
কবে ভারত বনাম ইন্দোনেশিয়া থমাস কাপ ২০২২-র ফাইনাল হবে?
আজ (রবিবার, ১৫ মে) থমাস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইন্দোনেশিয়া।
কখন থমাস কাপের ফাইনাল (ভারত বনাম ইন্দোনেশিয়া) শুরু হবে (When to watch Thomas Cup 2022 Final)?
ভারতীয় সময় অনুযায়ী, সকাল ১১ টা ৩০ মিনিট থেকে থমাস কাপের ফাইনাল শুরু হবে।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম ইন্দোনেশিয়ার থমাস কাপের ফাইনাল সম্প্রচারিত হবে (Where to watch Thomas Cup 2022 Final)?
Sports 18 চ্যানেলে সরাসরি থমাস কাপের ফাইনাল দেখা যাবে।
ভারত বনাম ইন্দোনেশিয়া থমাস কাপ ২০২২-র ফাইনালের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন (Thomas Cup 2022 Final India vs Indonesia Live Streaming)?
Voot অ্যাপে থমাস কাপের ফাইনালের (ভারত বনাম ইন্দোনেশিয়া) লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। সেইসঙ্গে ম্যাচের যাবতীয় আপডেট লাইভ দেখতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়। তাই নজর রাখুন এখানে – হিন্দুস্তান টাইমস বাংলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।