বাংলা নিউজ > ময়দান > কোভিড বাদ দিলে সাত বছর আগে শেষ বার ভারত লম্বা ছুটি পেয়েছিল, ফের পাচ্ছে এবার
পরবর্তী খবর
কোভিড বাদ দিলে সাত বছর আগে শেষ বার ভারত লম্বা ছুটি পেয়েছিল, ফের পাচ্ছে এবার
1 মিনিটে পড়ুন Updated: 13 Jun 2023, 09:15 PM ISTTania Roy
এ রকম লম্বা ছুটি শেষ বার কোভিডের সময়ে পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কোভিডের সময়ে বাদ দিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেটাররা এক মাস বা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলে যুক্ত ছিলেন না ২০১৫ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত।
ভারতীয় ক্রিকেট টিম।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে পাক্কা এক মাসের বিশ্রাম পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১১ জুন শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
এ রকম লম্বা ছুটি শেষ বার কোভিডের সময়ে পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কোভিডের সময়ে বাদ দিয়ে ভারতীয় পুরুষ ক্রিকেটাররা এক মাস বা তার বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট বা আইপিএলে যুক্ত ছিলেন না ২০১৫ সালের ৮ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত।
আপাতত দেখে নেওয়া যাক বিশ্রাম কাটিয়ে ভারতীয় দল সারা বছরে কোথায় কোন কোন দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্টে অংশ নেবে।
অগস্ট: ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে আয়ারল্যান্ড সফরে ৩টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
সেপ্টেম্বর: দেশের বাইরে ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে অংশ নেবে ভারতীয় দল। এ ছাড়া বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।
অক্টোবর: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। তবে সেই সিরিজ স্থগিত হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে পারে ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।