শুভব্রত মুখার্জি: পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই দল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার নবীন তারকা মহেশ থিকথানা। উল্টোদিকে এই টেস্টের জন্য দলে ফিরেছেন পাথুম নিসঙ্ক। উল্লেখ্য গলে প্রথম টেস্টে লড়াই করেও হারতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। এবার দ্বিতীয় টেস্টের একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলেছে দিমুথ করুণারত্নের দল। যা খবর তাতে করে একাদশে ফিরবেন পাথুম নিসঙ্ক। আগেই ছিটকে গিয়েছেন মহেশ থিকশানা।
প্রসঙ্গত বৃহস্পতিবার অর্থাৎ ২১ জুলাই এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডের সর্বশেষ অবস্থা স্পষ্ট করা হয়েছে। সেই বিবৃতিতেই দ্বিতীয় টেস্টের একাদশ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।