প্রাক্তন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ২০১৯ বিশ্বকাপের একটি মজার ঘটনার কথা জানিয়েছেন। সে বার টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের বৈঠকের সময় বিরাট কোহলিকে নিয়ে নিজের একটি গল্প শুনিয়েছেন সরফরাজ। আসলে ২০১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগে ক্যাপ্টেন মিটে বিরাট কোহলি ও সরফরাজ আহমেদ দুই জনকেই ভারত বনাম পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার হাইপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে বিরাট কোহলি ইংরাজিতে একটি বিশদ এবং বাকপটু উত্তর দিয়েছেন এবং যখন সরফরাজের পালা ছিল তখন তিনি বলেছিলেন, ‘আমার উত্তরও একই। কোন পার্থক্য নেই।’
আরও পড়ুন… মাহির চোট! IPL 2023-র প্রথম ম্যাচে কি খেলবেন না ধোনি! কে হবে CSK-র নেতা ও কিপার?
সেই ঘটনার কথা বলতে গিয়ে, আহমেদ নাদির আলি পডকাস্টে বলেছিলেন, ‘যখন আমাদের ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে হাইপ সম্পর্কে জিজ্ঞাসা করি এবং লোকেরা আমাদের কাছে টিকিট চাইলে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই? আমি তখন বলেছিলাম যে আপনি প্রথমে বিরাটকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে পারেন। আমি তাঁকে বললাম ভাই আপনি আগে উত্তর দেন না কেন? আর বিরাট সেটা শুনে উত্তর দেওয়া শুরু করলেন এবং বলতেই থাকলেন। এটা ইংল্যান্ডে ছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, ‘ভাই কাব রুকেগা?’ অর্থাৎ আপনি কখন থামবেন ভাই? বিরাট কোহলি ইংরেজিতে দীর্ঘ শব্দ ব্যবহার করতে থাকেন এবং সেই মুহূর্তে আমি যা ভাবতে পারি তা হল ‘কে এই সব অনুবাদ করবে?’ আমি শুনতে থাকলাম এবং শেষে বললাম আমারও উত্তর এটাই।’
সরফরাজ আহমেদ, যিনি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচের কথাও স্মরণ করেছিলেন। আহমেদের মনে আছে যে মোট ৩৩৮ একটি পাওয়ার হাউস ভারতীয় ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে রক্ষা করার জন্য যথেষ্ট হবে না।
আরও পড়ুন… রোহিত নাকি অসুস্থ! IPL 2023-এ অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত হিটম্যান
সরফরাজ বলেন, এটা একটা স্মৃতি (চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা) যা আমি কখনও ভুলতে পারব না। তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে ফাইনাল জেতার কথা ভাষায় বর্ণনা করা যাবে না। স্বাভাবিক ম্যাচ হলে এত বড় ব্যাপার হতো না। আমরা এর আগেও ভারতের বিপক্ষে ম্যাচ জিতেছি, আইসিসি ইভেন্টে, দ্বিপাক্ষিক সিরিজ - আসলে আমরা আরও বেশি জিতেছি। কিন্তু এমন একটি দলের বিরুদ্ধে জয় পাওয়া, যারা যে কোনও টোটাল তাড়া করতে পারে, সেটা সত্যি অবিশ্বাস্য ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।