রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বেহালা বাজাচ্ছিলেন। সানরাইজার্স হায়দরাবাদ যেদিন ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে বিধ্বস্ত হয়, সেদিন তাদের ক্যাপ্টেন জাতীয় দলের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান। এদিকে সানরাইজার্স একতরফাভাবে ম্যাচ হারে। ওদিকে দক্ষিণ আফ্রিকা একতরফা জয় তুলে নেয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
দক্ষিণ আফ্রিকার হয়ে নেদারল্যান্ডস সিরিজে ব্যস্ত ছিলেন বলেই আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দিতে পারেননি তাদের নিয়মিত অধিনায়ক এডেন মার্করাম। বদলে প্রথম ম্যাচে হায়দরাবাদকে নেতৃৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। রবিবার ভুবির নেতৃত্বে সানরাইজার্স তাদের প্রথম ম্যাচে ৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় রাজস্থানের কাছে। ঠিক সেই দিনেই মার্করাম তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন।
আইপিএলের কথা ভেবেই সম্ভবত দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ান ডে খেলতে নেমে টি-২০ ম্যাচের প্র্যাক্টিস সেরে নেন মার্করাম। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মার্করাম ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৮৬ বলে টপকে যান শতরানের গণ্ডি। ১১৫ বলে পার করেন ব্যক্তিগত ১৫০ রানের সীমানা। শেষমেশ ১৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১২৬ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন মার্করাম।
আরও পড়ুন:- RCB vs MI IPL 2023: প্রথম ম্যাচ থেকেই মাথায় ঘুরছে রান-রেট, কোহলির কথায় স্পষ্ট, আরসিবির আসল উদ্দেশ্য কী
উল্লেখ্য, তিনি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস খেলে অপরাজিত থাকেন। সুতরাং, আইপিএলের আঙিনায় ঢুকে পড়ার আগে মার্করাম জাতীয় দলের হয়ে যে রকম ধ্বংসাত্মক ফর্মে রয়েছেন, তা আশাবাদী করবে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদকে।
খুশি হবে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসও। কেননা আইপিএল যোগ দেওয়ার আগে গুজরাটের প্রোটিয়া তারকা ডেভিড মিলার নেদারল্যান্ডসের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ বলে ৯১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। অন্যদিকে সিএসকের মাগালা তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৪৩ রানের বিনিময়ে একাই ৫টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- SRH vs RR IPL 2023: আগুনে ডেলিভারিতে পাডিক্কালের স্টাম্প উড়িয়ে অনুরাগীদের চোখ ঝলসালেন উমরান- ভিডিয়ো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।