শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন বাদে ফ্লোরিডায় টি-২০তে দেখা গেল আক্রমণাত্মক ব্যাটার রোহিত শর্মার ঝলক। ১৬ বলে ৩৩ রানের এক মারকাটারি ইনিংস উপহার দিলেন তিনি। তার ইনিংসে ভর করেই চতুর্থ টি-২০তে দুরন্ত শুরু করে ভারতীয় দল। আর এই ইনিংসের মধ্যে দিয়ে রোহিত ভেঙে দিলেন দীর্ঘদিন ধরে থাকা শাহিদ আফ্রিদির এক আন্তর্জাতিক রেকর্ডকে। এশীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে সর্বাধিক ছয় মারার নজির গড়লেন রোহিত শর্মা।
ফ্লোরিডায় ম্যাচে বৃষ্টিবিঘ্ন ঘটানোর পরবর্তীতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাট করতে নেমেই চালিয়ে খেলতে শুরু করেন রোহিত। সূর্যকুমারকে সঙ্গী করে প্রথম ৪.৪ ওভারেই ৫৩ রান তুলে ফেলেন রোহিত। নিজে ১৬ বলে করেন ৩৩ রান। রোহিতের ইনিংস সাজানো ছিল ২টি বাউন্ডারি এবং ৩টি ছয়ে। আর এই ছয় মেরেই আফ্রিদিকে টপকে যান রোহিত। রোহিতের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৪৭৭ টি আন্তর্জাতিক ছক্কা। আফ্রিদির ঝুলিতে রয়েছে ৪৭৬ টি ছক্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।