রঞ্জিতে সেমির পথ কার্যত পাকা করে ফেলল মুম্বই। ক্রিকেট ইতিহাস তোলপাড় করা বড় কোনও অঘটন না ঘটলে শেষ চারে মুম্বই কার্যত চলে গিয়েছে, এ কথা বলতে আর দ্বিধা নেই। অনন্ত বুধবার মুম্বই যে ভাবে ১১৪ রানে উত্তরাখণ্ডকে গুড়িয়ে দিয়েছে, তার পর তো এ কথা বলাই যায়। প্রথমে রানের পাহাড় গড়ে উত্তরাখণ্ডকে চাপে ফেলে মুম্বই। পরে বল হাতেও তাদের ল্যাজেগোবরে করে।
মঙ্গলবার মুম্বই ৮ উইকেটে ৬৪৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। তার পর মঙ্গলবারই ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বসে থাকে উত্তরাখণ্ড। দিনের শেষে তাদের রান ছিল ৩৯। সেখান থেকে বুধবার শামস মুলানির ধামাকায় একেবারে ছত্রখান উত্তরাখণ্ডের ব্যাটিং অর্ডার।
ওপেন করতে নেমে একমাত্র কমল সিং ৪০ রান করেছেন। বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় সর্বোচ্চ রান রবিন বিস্তের ২৫। তৃতীয় সর্বোচ্চ মাত্র ১২ রান। দীক্ষাংশু নেগি এই ১২ রান করেছেন। বাকিরা কেউ ২ অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। ৪১.১ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় উত্তরাখণ্ড।
আরও পড়ুন: প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য নজির বাংলার, ৯ জন ব্যাট করে সবাই অন্তত ৫০ পার করলেন
আরও পড়ুন: রঞ্জির ইতিহাসে প্রথমবার কর্নাটককে হারাল UP, সেমিফাইনালের টিকিট রিঙ্কুদের হাতে
শামস মুলানি একাই ৫ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন মোহিত অবস্তি। ১টি করে উইকেট নিয়েছেন ধবল কুলকার্নি, তুষাড় দেশপাণ্ডে এবং তনুশ কোটিয়ান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।