সাসেক্সের হয়ে দ্বিতীয় ডিভিশন কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি মহম্মদ রিজওয়ান। বরং চেতেশ্বর পূজারা যাবতীয় স্পলাইট কেড়ে নিয়ে যান ফার্স্ট ক্লাস ম্যাচগুলিতে। তবে টি-২০ ক্রিকেটে মাঠে নেমেই পরিচিত মেজাজে ধরা দিলেন পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান।
ভাইটালিটি ব্লাস্টে রিজওয়ান সাসেক্সের হয়ে পরপর দু'টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন। দুর্ভাগ্যের বিষয় হল, দু'টি ম্যাচেই হারের মুখ দেখতে হয় সাসেক্সকে। ভালো খেলেও দলকে জেতাতে পারেননি পাক তারকা।
গ্ল্যামারগনের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬০ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। সাসেক্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫০ রান তোলে। তবে গ্ল্যামারগন ১৮.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। মার্নাস ল্যাবুশান সেই ম্যাচে ৩০ বলে ৪১ রান করেন।
এবার গ্লস্টারশায়ারের হয়ে দ্বিতীয় ম্যাচে রিজওয়ান ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫৮ রান করে আউট হন। তবে সাসেক্স ৪১ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।